1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

অসহায় আকরামের পাশে দাঁড়া‌লো পাংশা প্রেসক্লাব

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুরের অসহায় দিনমজুর আকরাম শেখের সহ‌যো‌গিতায় এগি‌য়ে এসে‌ছে পাংশা প্রেসক্লাব।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ‌্যায় পাংশা প্রেসক্লাব অসহায় আকরামের হা‌তে জীবিকা জী‌বিকার জন‌্য ২০ হাজার টাকা মূ‌ল্যের এক‌টি ভ‌্যান তু‌লে দেন।

অসহায় আকরাম পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর গ্রামের কিতাব উদ্দিন শেখের ছেলে।

জানা‌গে‌ছে, গত দুই বছর আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পরে পা ভেঙ্গে যায় আকরামের। অর্থাভ‌বে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার‌টি। সে সময় পাংশা প্রেসক্লাবের আহবায়ক এমএ জিন্নাহ ও এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ‌্য হন আকরাম। এখন তার জীবিকা নির্বাহের জন্য প্রেসক্লা‌বের আহ্বায়কসহ বি‌ভিন্নজ‌নের সহ‌যো‌গিতায় ২০ টাকা মূ‌লে‌্যর একটি ভ্যান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সদস্য সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান খান, সময়ের কণ্ঠস্বরের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দৈনিক পত্রিকার এজেন্ট কাসেদ আলী, আবুল কাশেম শেখ, আব্দুর রাজ্জাক শেখ, কাউসার শেখ, আব্দুল হাই সহ এলাকাবাসী।

পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ বলেন, অসহায় মানু‌ষের জন‌্য কাজ কর‌তে পার‌লে নি‌জের কা‌ছে ভাল লা‌গে। এই আকরাম খুবই অসহায় একজন মানুষ। আজ তার জীবন জী‌বিকার জন‌্য এক‌টি ভ‌্যান দি‌তে পে‌রে ভাল লাগ‌ছে। এরআগে চিকিৎসার জন‌্যও তার পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছি‌লেন। আকরা‌মের পা‌শে দাঁড়া‌তে অর্থ ও শ্রম দি‌য়ে অ‌নে‌কেই সহযোগিতা করেছেন, তাদের প্রতি পাংশা প্রেসক্লাব চির কৃতজ্ঞ।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর