1. admin@rajbarirkhobor.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

আগামী নির্বাচ‌নে বিএন‌পি ক্ষমতায় যাবার মাধ‌্যমে গনতন্ত্র রক্ষা হ‌বে -‌ খৈয়ম

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

মহান বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য, রাজবাড়ী জেলা বিএন‌পি সাবেক সভাপ‌তি ও সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব‌লেছেন, গনতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার ল‌ক্ষে বর্তমা‌নে রাজবাড়ী‌তে সভা-সমা‌বেশ হ‌চ্ছে। এতে সকল স্ত‌রের নেতাকর্মীসহ সাধারন মানু‌ষের স্বতস্ফূর্ত অংশ গ্রহ‌নে সভা স‌মা‌বে‌শে প‌রিনত হ‌চ্ছে। গত ১৭ বছর শেখ হা‌সিনাসহ তার গুন্ডাবা‌হিনী দে‌শে অত‌্যাচার, দুঃশাস‌ন চা‌লি‌য়ে‌ছে। যার মাধ‌্যমে বিএন‌পির নেতাকর্মী‌দের গুম, হত‌্যা, নির্যাতন ও মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। এখন সময় এসে‌ছে গনতন্ত্র রক্ষার। এ জন‌্য আমা‌দের অ‌নেক পথ যে‌তে হ‌বে এবং বিএন‌পি‌কে ভোট দি‌য়ে বিজয়ী কর‌তে হ‌বে। ফ‌লে আগামী নির্বাচ‌নে বিপুল ভো‌টের মাধ‌্যমে দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমানের দল বিএন‌পি‌ ক্ষমতায় যা‌বে । আর বিএন‌পি ক্ষমতায় যাবার মাধ‌্যমে রক্ষা হ‌বে গনতন্ত্র।

শ‌নিবার (১৪ ডি‌সেম্বর) বিকা‌লে সিংঙা বাজার প্রাঙ্গ‌নে দাদশী ইউনিয়‌নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড যুবদ‌লের আয়োজ‌নে দাদশী ইউনিয়ন যুবদ‌লের কর্মীসভায় ভার্চ‌্যুয়া‌লি প্রধান অ‌তি‌থি হিসা‌বে যুক্ত হ‌য়ে তি‌নি এসব কথা বলেন।

কর্মীসভায় দাদশী ইউনিয়ন যুবদ‌লের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপ‌তি‌ত্বে প্রধান বক্তা হিসা‌বে বক্তব‌্য রা‌খেন, জেলা যুবদ‌লের আহ্বায়ক খায়রুল আনাম বকুল।

রাজবাড়ী সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক জ‌হিরুল ইসলাম নুরুন্নবী’র সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন, জেলা যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক এ‌্যাডঃ নেকবর হো‌সেন ম‌নি, ম‌নোয়ার হো‌সেন মিন্টু, সদর উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আব্দুল্লাল আল মামুন সম্রাট, সদস‌্য সচিব মামুনুল ইসলাম র‌নি, পৌর কৃষকদ‌লের সদ‌স‌্য সচিব ইমারত মিয়া, আকবর খান ফাউন্ডেশ‌নের চেয়ারম‌্যান বিএন‌পি নেতা আকবর খান, দাদশী ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি গোলাম মোর্তূজা, সাধারন সম্পাদক মাহবুব হো‌সেন লিটন, সাংগঠ‌নিক সম্পাদক র‌হিম মু‌ন্সি, জিয়া সাইবার ফো‌র্স ঢাকা উত্ত‌রের সহ-সভাপ‌তি আনিছুর রহমান।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে দাদশী ইউনিয়ন শ্রমিক দ‌লের সভাপ‌তি জালালউদ্দিন, ইউনিয়ন কৃষকদ‌লের আহ্বায়ক বা‌তেন মু‌ন্সি, ইউনিয়ন যুবদ‌লের ভারপ্রাপ্ত সদস‌্য স‌চিব মামুনুল হাসান, যুগ্ম আহ্বায়ক জ‌নি মন্ডল, বিল্লাল হো‌সেন, জা‌হিদ চৌধুরী, যু্বদল নেতা হা‌লিম সরদার, জা‌হিদ শেখ, ৬ নং ওয়ার্ড যুবদ‌লের সভাপতি সজিব মন্ডল প্রমূখ বক্তব‌্য রাখেন।

কর্মীসভায় বক্তারা ব‌লেন, আগামী নির্বাচ‌ন হ‌বে স্বচ্ছ ও প্রভামুক্ত। এই নির্বাচ‌নে জনগ‌ণের ভো‌টের মাধ‌্যমে সরকার গ‌ঠিত হ‌বে। আগের মত দি‌নের ভোট রা‌তে বা বিনা ভো‌টের নির্বাচন আর হ‌বে না। এ জন‌্য ঐক‌্যবদ্ধ হ‌য়ে আগামী নির্বাচ‌নে ধা‌নের শা‌ষে ভোট দি‌য়ে রাজবাড়ীর গণ মানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়‌মকে বিজয়ী করে বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের নের্তৃত্বে গনতন্ত্র রক্ষা হ‌বে। ত‌বে দেশ নি‌য়ে ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ ও তার দোসর‌দের বিরু‌দ্ধে সব সময় সতর্ক থাকতে হ‌বে। কারণ এখনও তারা তা‌দের উদ্দে‌শ্যে হা‌সি‌লের জন‌্য ষড়যন্ত্র করে যা‌চ্ছে।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর