মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার ধর্ষনকারীর বিচারের দাবিতে একাই রাজবাড়ীতে রাস্তায় দাঁড়িয়েছে এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে শিক্ষার্থী মনিরুল একাই রাজবাড়ী প্রেসক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে এ বিচার দাবি করেন।
এরপর ওই শিক্ষার্থী তার ফেসবুকে আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, "আমি আর ঘড়ে বসে থাকতে পারতাছি নাহ, একাই চলে গেছি প্রেসক্লাবের সামনে।"
এদিকে তার এই প্রতিবাদ ও দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বচ্চো শ্বাস্তি ফাঁসির দাবি জানান।
শিক্ষার্থী মনিরুল জানান, আছিয়ার মৃত্যুর খবর শুনে আর ঘরে বসে থাকতে না পেরে একাই রাস্তায় দাঁড়িয়েছেন। আছিয়ার দাফনের আগে যেন ধর্ষনকারীর দাফন করা হয়। তাহলে ধর্ষনকারীরা ভয় পাবে। তাছারা আমরা রাষ্টের মালিক। আমাদের টাকায় সরকার চলে এবং কারাগারে থাকা আসামীদের খাওয়া পড়া চালানো হয়। বলা হয়েছে ৭ দিনের মধ্যে ধর্ষনের বিচার শুরু হবে। আমি চাই ৩ দিনের মধ্যে বিচার শুরু হোক। আর আমার টাকায় যেন ধর্ষককারীর খাবার না দেওয়া হয়।
রা.র.খ