1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।
এছাড়াও জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকের এই আয়োজন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত মাঠে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘদিন ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল আলম।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর