রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধায় আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, নব-ঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সোহেল প্রামিনক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন শেখ, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম মামুন, আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জাহিদুল হাসান মিন্টু, বিরাজ মৃধা, সাধারন সম্পাদক জাহিদ খন্দকার প্রমূখ।
বক্তারা বলেন, তৃনমুল বিএনপিকে শক্তিশালী করতে দলের সকল অঙ্গ সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় নেতাকর্মীসহ সবার সুস্থতা কামনা করা হয়।
রা.র.খ