গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীসহ দেশের সকল নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামী লীগসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নির্যাতন ও হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজের সামনের সড়কে কলেজ ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, সোহেল শেখ, আতিয়ার শিকদার আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারন সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সাধারন সম্পাদক রুবেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক রনি খান প্রমূখ।
মানববন্ধনে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগনসহ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা সর্বচ্চো গুম এবং নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হয়েছে। বিনা কারণে শেখ হাসিনা সরকারের নির্দেশে দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতিত হয়েছেন। যার কোন মামলা, এমনকি প্রতিবাদ পর্যন্ত করতে পারেন নাই। এখন অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে গুম হওয়া নেতাকর্মীদের উদ্ধার এবং নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শ্বাস্তির আহ্বান জানান।
তিনি আরও বলেন, এখন এই অন্তবর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং বিগত সময়ে বিনাকারণে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের অব্যাহতি দেওয়া।
রা.র.খ