রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্ত্বর মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, নবঘোষিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু,জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ।
এছাড়া জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ গোলজার হোসেন কাদরী।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর উন্মক্তস্থানে ইফতার করা তো দুরের কথা, আমাদের হামলা, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মন খুলে কথা বলতে পারি নাই। আজ উন্মুক্তস্থানে ইফতার করতে পেরে আমরা উচ্ছসিত। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তার দোসররা বসে নাই। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে তালবাহানা করছে। দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মত বিনা ভোট বা রাতের ভোটে ক্ষমতায় যেতে চায় না। এই ১৭ বছর যে ভাবে রাজবাড়ীতে বিএনপি আসলাম মিয়ার নের্তৃত্বে মাঠে ছিল, আগামীতেউ থাকবে।
রা.র.খ