1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৭ বার পঠিত

রাজবাড়ীতে মোবাইল কোর্ট প‌রিচালনার মাধ‌্যমে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপা‌শি ২লক্ষ টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদের নে‌র্তেত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনীনগরের মেহেদী মাহবুব হোসেনের মেসার্স এনসিবি ব্রিকসকে এক লক্ষ এবং মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ঈদগাহ রোডের মোঃ আরজু সরদারের আদর্শ ব্রিকস (এবিবি) ব্রিকসকে এক লক্ষসহ মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সা‌থে এস্কেভেটর দিয়ে ভাটা দুইটি সম্পূর্ণ ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রসিকিউশন প্রদান করেন, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর রশীদ। অ‌ভিযানে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন সহ জেলা প্রশাসনের কর্মচারী ও পুলিশ সদস‌্যরা উপস্থিত ছিলেন। জনস্বা‌র্থে এ ধর‌নের অভিযান অব্যাহত থাকবে।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর