ধর্ষনের বিচার নিশ্চিতকরণের লক্ষে দ্রুত সময়ে বিচার বিভাগ করা এবং ধর্ষকদের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড কার্যকর বিধান রেখে প্রজ্ঞাপন জারি করার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে দিকে ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখা শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য আব্দুর রহিম সুমন, জেলা যুব আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর থানার সভাপতি ফরিদ ইবনে জামাল, ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু রায়হান গিফারি, সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।
বক্তারা বলেন, ধর্ষকদের শাস্তির বিষয়ে ১৮০ দিন মানি না। ধর্ষকদের প্রমান সাপক্ষে ২৪ ঘন্টার মধ্যে বিচার করতে হবে এবং সর্বচ্চো শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন মাঠে থাকবে।
রা.র.খ