বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)র অধীনে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) রাখার দাবিতে রাজবাড়ীতে কর্মবিরতির পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারী এ মানববন্ধন পালন করেন।
এদিকে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা তারা দাপ্তরিক কর্মকান্ড বন্ধ রেখে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন শুরু করে।
মানববন্ধনে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন, সদর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ জেলা ও সদর উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৮ সালে আমাদের (নির্বাচন কশিশন) অধীনে তৈরি করা জাতীয় পরিচয় পত্র সরকার অন্যত্র নিয়ে পরিকল্পনা করেছে। যা আমরা চাচ্ছি না। কারণ এটা অন্য বিভাগে চলে গেলে ভোটার তালিকা তৈরি ও নির্বাচনে ঝামেলা হবে। ফলে আমাদের তৈরি করা জাতীয় পরিচয় পত্র অন্য বিভাগে না দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করছি।
রা.র.খ