1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

পাংশায় বিএনপির জনসভায় নেতাকর্মী‌দের সজাগ থাকার আহ্বান

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডি‌সেম্বর) কলিমোহর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হোসেন ডাঙা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে কলিমোহর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।

বি‌শেষ অ‌তি‌থি হিসি‌বে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আক্কাস আলী, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক শরইফুল ইসলাম মিষ্টি, আব্দুল গফুর মোল্লা, বাবু, আবুল হোসেন, কাজী আব্দুর রশিদ, ওবায়দুর রহমান মাষ্টার, মকবুল হোসেন লাড্ডু, ইন্তাজ মন্ডল, নাসির উদ্দীন,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান সহ জেলা বিএন‌পিসহ পাংশা উপ‌জেলা ও ইউনিয়‌নের বিএন‌পির নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

এ সময় বক্তারা শেখ হা‌সিনা ও তার দোসর‌দের বিরু‌দ্ধে সজাগ থাকার আহ্বান ক‌রে ব‌লেন, সময় বক্তারা শেখ হা‌সিনা ও তার দোসর‌দের বিরু‌দ্ধে সজাগ থাকার আহ্বান জা‌নি‌য়ে ব‌লেন, ভার‌তে ব‌সে ‌শেখ হা‌সিনা এবং দেশে তার দোসরা দে‌শের বিরু‌দ্ধে এখনও ষড়যন্ত্র কর‌ছে। ফ‌লে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ থাক‌তে হ‌বে এবং নির্বাচ‌নের প্রস্তু‌তি নি‌তে হ‌বে। আর রাজবাড়ী-২ (পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী) আস‌নে জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক হারুন অর র‌শিদ হারুন এর বিকল্প নাই। সুতরাং তা‌কে বিজ‌য়ে‌র ল‌ক্ষে কাজ করতে হ‌বে।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর