1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

পাংশায় যুবদল নেতা ফরহা‌দের উপর হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য ফরহাদ হো‌সেন সোহা‌গ (৩০)’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকা‌লে পাংশা পাট্টার জা‌গির নতুন বাজার প্রাঙ্গ‌নে ইউনিয়ন যু্বদ‌লের আয়োজ‌নে এ বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

এতে পাট্টা ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জহুরুল ইসলাম মুরাদের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, পাংশা উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

বি‌শেষ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, কালুখালী উপ‌জেলা কৃষকদ‌লের আহ্বায়ক আনিছ মোল্লা, জেলা ছাত্রদ‌ল নেতা মোঃ স‌জিব রাজা প্রমূখ।

সমা‌বেশ শে‌ষে যুবদল নেতা ফরহা‌দের উপর হামলাকারী‌ আওয়ামী সন্ত্রাসী‌দের গ্রেফতা‌র ও বিচা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রে ইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা।

এদিকে যুবদল নেতা ফরহাদের উপর হামলার ঘটনায় পাংশা ম‌ডেল থানা ও সেনা ক‌্যা‌ম্পে পৃথক দুইটি অ‌ভিযোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

মামলার অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা‌গে‌ছে, পাংশা উপজেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি ফরহাদ হো‌সেন সোহা‌গ মোটর সাইকেল যো‌গে গতকাল বৃহস্প‌তিবার (১৬ জানুয়ারী) বিকা‌লে পাংশা যাবার প‌থে পাট্টার গোলবাড়ীতে তার গ‌তি রোধ ক‌রে সজল, রাজু, র‌নি, ম‌নিরুল বিশ্বাস, কালু বিশ্বাসসহ বেশ ক‌য়েকজন অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ কর‌তে থা‌কে। তখন সে তা‌দের গা‌লিগালাজ কর‌তে নি‌ষেধ কর‌লে তারা ক্ষিপ্ত হ‌য়ে কিলু-ঘু‌শি, বাঁ‌শের লা‌ঠি, লোহার রড দি‌য়ে এলোপাথা‌রি ভা‌বে মার‌ধোর শুরু ক‌রে। প‌রে তার পা‌য়ের রগ কাট‌তে যায় হামলাকারীরা এবং প‌কে‌টে থাকা ৩ লাখ ৩০ হাজার টাকা ও এক‌টি মোবাইল কে‌রে নি‌য়ে স‌্যামসাং ট‌্যাব ও মোটর সাইকেল ভাংচুর ক‌রে। সে সময় তার স‌্যালক কাউসার হো‌সেন এগি‌য়ে গে‌লে তা‌কেও মার‌ধোর ক‌রে তার গলায় থাকা এক‌টি স্ব‌র্ণের চেইন ছি‌নি‌য়ে খুন জখ‌মের হুম‌কি দি‌য়ে চ‌লে যায়।

আহত ফরহাদ হো‌সেন সোহা‌গ জানান, পূর্ব প‌রিক‌ল্পিত ভা‌বে তাকে হত‌্যার উদ্দে‌শ্যে তার উপর হামলা করা হ‌য়ে‌ছে। হামলাকারীরা মুলত অ‌তি‌থে আওয়ামী লী‌গের রাজনী‌তি কর‌লেও এখন ক‌থিত বিএন‌পির নাম ভা‌ঙ্গি‌য়ে চল‌ছে। তা‌দের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, দখল, লুটপাঠ, জোর জুলমে বাঁধা দেওয়ায় গতকাল বৃহস্প‌তিবার তার উপর হামলা হ‌য়ে‌ছে। এই হামলাকারী‌দে‌র বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহন না করা হ‌লে এলাকার প‌রি‌বেশ আরও নষ্ট হ‌বে। দ্রুত তা‌দের গ্রেফতার ক‌রে অাইনের আওতায় আন‌তে যথাযথ কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর