1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

বা‌লিয়াকা‌ন্দি‌তে ব‌্যাল‌টের মাধ‌্যমে কবরস্থান কমিটি নির্বাচন, খু‌শি এলাকাবাসী

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সম্পুর্ণ গনতা‌ন্ত্রিক উপা‌য়ে ব‌্যালট পেপা‌রের মাধ‌্যমে‌ এবার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে এক‌টি কবরস্থান ক‌মি‌টির নির্বাচন ।

দীর্ঘ প্রায় ১৫ বছর পর ভো‌টের মাধ‌্যমে আগামী তিন বছ‌রের জন‌্য এই কবরস্থান ক‌মি‌টির সভাপ‌তি, সাধারন সম্পাদক ও কোষাধ‌্যক্ষ প‌দে নির্বাচন অনু‌ষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ ডি‌সেম্বর) এম‌নি এক ব‌্যা‌তিক্রমি ভোট হ‌য়ে‌ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের ক‌মি‌টি গঠ‌নে। চরদক্ষিণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চ‌লে ভোট গ্রহন।

এমন এক ব‌্যা‌তিক্রমি নির্বাচ‌নের মাধ‌্যমে কবরস্থান ক‌মি‌টি গঠন হওয়ায় যেমন খু‌শি স্থানীয় এলাকাবাসী, তে‌মনি আলোচনার জন্ম‌ দি‌য়ে‌ছে ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিল মন্ডল সভাপতিত্বে এবং মীর মোশারফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল মোল্লার সার্বিক তত্ত্বাবধায়নে এ নির্বাচনে উৎসাহ উদ্দীপনার সা‌থে ২০৩ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন।

নির্বাচনে সভাপতি পদে ৯২ ভোট পে‌য়ে মোঃ মজিবর রহমান মুন্সী ও ৮১ ভোট পে‌য়ে সাধারণ সম্পাদক পদে মোঃ আবু বক্কর মোল্লা নির্বাচিত হন। নিকটতম প্রার্থী হিসা‌বে সভাপতি প‌দে রফিকুল ইসলাম চাঁদ ৩২ এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা পান ৪৩ ভোট ।

স্থানীয় জিয়াউর রহমান জানান, গণতন্ত্র পুনরুদ্ধা‌রের মত দীর্ঘ ১৫ বছর তা‌দের কবরস্থান ক‌মি‌টির ৩‌টি প‌দের নির্বাচন ব‌্যাল‌টের মাধ‌্যমে হ‌য়েছে। এতে ভোটররা উৎসবমুখর প‌রি‌বে‌শে ভোট দি‌য়েছে এবং এলাকাবাসী হিসা‌বে তারা অ‌নেক খুশি। প্রতি‌টিস্থা‌নে এরকম স্বচ্ছতা ও জবাবদি‌হিতা নি‌শ্চিতকর‌ণের মাধ‌্যমে প্রতি‌নি‌ধি নির্বাচন হওয়া প্রয়োজন। আর এর মাধ‌্যমে সমাজ ও দে‌শে ভাল কাজ কিছু হ‌বে।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর