1. admin@rajbarirkhobor.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

বা‌লিয়াকা‌ন্দি‌তে সালমা হত্যার প্রতিবা‌দ এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বি‌ক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার না‌মে এক স্বামী প‌রিত্যাক্ত্ নারী হত্যার প্রতিবা‌দ ও মাদ‌কের বিরু‌দ্ধে মানববন্ধন ও বি‌ক্ষোভ ক‌রেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে বা‌লিয়াকা‌ন্দি ইসলামপুরে স্থানীয় এলাকাবাসী উদ্দ্যো‌গে গো‌বিন্দপুর জা‌মে মস‌জিদ এলাকায় এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধন শে‌ষে বহরপুর টু রাম‌দিয়া সড়‌কে বি‌ক্ষোভ ক‌রে এলাকাবাসী।

বক্তারা ব‌লেন, বর্তমা‌নে এলাকায় মাদ‌ক ব‌্যবসায়ী ও সেবনকানকারী‌দের আনা‌গোনা বে‌ড়ে‌ছে। যার কার‌ণে এলাকায় নানা অপকর্ম হ‌চ্ছে। গত ১ ন‌ভেম্বর রা‌তে স্বামী প‌রিত্যাক্তা অসহায় সালমা আক্তার‌কে নির্মমভা‌বে হত্যা ক‌রে লেবু গা‌ছের সা‌থে ঝু‌লি‌য়ে রাখা হ‌য়ে‌ছে। আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন কর‌তে পা‌রে নাই প্রশাসন। ফ‌লে আজ মানববন্ধন ও বি‌ক্ষোভ কর‌ছেন। আশা কর‌ছেন দ্রুত সম‌য়ের ম‌ধ্যে প্রশাসন এই হত‌্যাকা‌ন্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সা‌থে জ‌রিত ও মাদক ব‌্যবসায়ী‌দের গ্রেফতার করে আইনের আওতায় আন‌বে।

প‌রে মস‌জিদ প্রাঙ্গ‌নে সালমা হত‌্যার প্রতিবাদ ও মাদ‌কের বিরু‌দ্ধে সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মনিরুল ইসলাম মনির, আবুল র‌হিম মন্ডল, আজাদ কাজী, জাহাঙ্গীর আলম সহ অ‌নেকে বক্তব‌্য রা‌খেন।

উল্লেখ্য, গত ১ ন‌ভেম্বর রা‌তে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করে বা‌লিয়াকা‌ন্দি থানা পুলিশ।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর