রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যাক্ত্ নারী হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে বালিয়াকান্দি ইসলামপুরে স্থানীয় এলাকাবাসী উদ্দ্যোগে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বহরপুর টু রামদিয়া সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।
বক্তারা বলেন, বর্তমানে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকানকারীদের আনাগোনা বেড়েছে। যার কারণে এলাকায় নানা অপকর্ম হচ্ছে। গত ১ নভেম্বর রাতে স্বামী পরিত্যাক্তা অসহায় সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারে নাই প্রশাসন। ফলে আজ মানববন্ধন ও বিক্ষোভ করছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জরিত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
পরে মসজিদ প্রাঙ্গনে সালমা হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মনিরুল ইসলাম মনির, আবুল রহিম মন্ডল, আজাদ কাজী, জাহাঙ্গীর আলম সহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ।
রা.র.খ