রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) বিকালে জঙ্গল হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে জঙ্গল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হান্নান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোঃ মশিউল আজম চুন্নু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু, জঙ্গল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বিশ্বাস, মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক, আয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বেড়াবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সৌপর্দ করবেন। আমরা সবাই ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করে যেতে চাই। এ জন্য প্রয়োজন আপনাদের সবার সহযোগিতা। সৈচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে। ফলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সচেতন থাকতে হবে।
রা.র.খ