1. admin@rajbarirkhobor.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

বিজয় দিবসে শোসনমুক্ত ও বৈষম‌্যহীন দেশ গড়ার প্রত‌্যয় রাজবাড়ীর ডি‌সি-এস‌পির

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

নানা আয়োজনের মধ‌্য দি‌য়ে রাজবাড়ী‌তে মহান বিজয় দিবস উদযাপন ও দিনব‌্যাপী বিজয় মেলার উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধা শহিদ রফিক, সফিক ও সাদিক, আঃ আজিজ খুশির কবরে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পু‌লিশ প্রশাসন, বীর মু‌ক্তি‌যোদ্ধা, বিএন‌পিসহ বি‌ভিন্ন সামা‌জিক, সাংস্কৃ‌তিক সংগঠন সমূহ।

প‌রে সকাল ৯টায় আনুষ্ঠা‌নিক ভা‌বে জেলা প্রশাস‌নের আয়োজ‌নে শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে জাতীয় পতাকা উত্তোল‌ন, বেলুন ও শা‌ন্তির প্রতিক পায়রা উড়ি‌য়ে দিনব‌্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন শে‌ষে মেলায় স্থানপ্রাপ্ত ২৭‌টি স্টোল প‌রিদর্শন ক‌রেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বীর মু‌ক্তি‌যোদ্ধারা। মেলায় স্থাপনপ্রাপ্ত ২৭টি স্টোলে জেলার কৃ‌ষি থেকে উৎপা‌দিত পন্যে দি‌য়ে সাজা‌নো হ‌য়ে‌ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা, রাজবাড়ী পু‌লিশ সুপার মোছাঃ শা‌মিমা পারভীন, বীর মু‌ক্তিযোদ্ধা হেলাল উদ্দিনসহ জেলা ও পু‌লিশ প্রশাসনসহ বীর মু‌ক্তি‌যোদ্ধারা উপ‌স্থিত ছি‌লেন।

বীর মু‌ক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ব‌লেন, আজ‌কে আমাদের আন‌ন্দের এক‌টি দিন। ত‌বে এই খুশির দি‌নে আমা‌দের কিছু সহ‌যোদ্ধা‌ আমা‌দের পা‌শে নাই। যু‌দ্ধের সময় তা‌দের হা‌রি‌য়ে ফে‌লে‌ছি। আজ তা‌দের কথা খুব ম‌নে পড়‌ছে। আগামী‌তে সুন্দর এক‌টি বাংলা‌দেশ চাই। যেখা‌নে থাক‌বেনা কোন ভেদা‌ভেদ, হানাহা‌নি ও বৈষম‌্য।

রাজবাড়ী পু‌লিশ সুপার মোছাঃ শা‌মিমা পারভীন ব‌লেন, আগামী প্রজন্মর জন‌্য আমরা এক‌টি শোসনমুক্ত, শঙ্কামুক্ত, নিরাপদ এবং বৈষম‌্যহীন উন্নত সমৃদ্ধ বাংলা‌দেশ দি‌য়ে যে‌তে চাই।

রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা ব‌লেন, আজ মহান বিজয় দিবস। অ‌নেক দা‌মে কেনা আমাদের এই দিন‌টি। যে স্বপ্ন নি‌য়ে জা‌তির শ্রেষ্ঠ সন্তানরা রক্ত ও আত্মহু‌তি দি‌য়ে‌ছি‌লো এবং মা-‌বো‌নেরা সম্ভ্রম হা‌রি‌য়ে‌ছি‌লো। সে স্বপ্ন বাস্তবায়‌নে তরুন সমাজ‌কে কা‌জে লা‌গি‌য়ে এক‌টি বৈষম‌্যহীন, শোসনমুক্ত, নাগ‌রিক সু‌বিধাপ্রাপ্ত উন্নত বাংলা‌দেশ গড়‌তে চাই।

তি‌নি আরও ব‌লেন, রাজবাড়ী জেলা এক‌টি কৃ‌ষি প্রধান জেলা। এ জেলায় বিপুল প‌রিমান কৃ‌ষি পন‌্য উৎপাদন হয়। এই মেলার ২৭‌টি স্টো‌লে কৃষি থেকে উৎপা‌দিত তৈ‌রি পন‌্য নি‌য়ে স্টোলগু‌লো সাজা‌নো হ‌য়ে‌ছে। আমরা পাঠ জাত পন‌্য সহ এগু‌লো‌কে তু‌লে ধর‌তে চাই।

এদি‌কে ‌জেলা প্রশাস‌নের কর্মসূ‌চি‌তে র‌য়ে‌ছে নানা আয়োজন।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর