1. admin@rajbarirkhobor.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

ব‌্যা‌ক্তি নয়, জনগ‌নের সা‌থে বন্ধুত্ব কর‌লে বন্ধ‌ুত্ব হ‌বে -মো‌দি‌কে রাজবাড়ীর বিএন‌পি নেতা হারুন

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

সা‌বেক রাজবাড়ী জেলা বিএন‌পির সাধারন সম্পাদক হারুন-অর-র‌শিদ মোদীকে উদ্দে‌শ্যে ক‌রে ব‌লেছেন, কোন ব‌্যাক্তির সা‌থে সম্পর্ক ক‌রে বাংলা‌দে‌শের সা‌থে বন্ধুত্ব করা যাবে না। আপনা‌দের সা‌থে বন্ধুত্ব হ‌বে এই দে‌শের জনগ‌ণের সা‌থে বন্ধুত্ব কর‌লে। আপনি ১৭ বছর ফ‌্যা‌সিস্ট আওয়ামী লী‌গের সা‌থে সম্পর্ক রে‌খে‌ছি‌লেন। যারা ৫ আগষ্ট ছাত্র জনতার অভ‌্যুথা‌নে দে‌শে ছে‌ড়ে পা‌লি‌য়ে‌ছে। বাংলা‌দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির দেশ। হিন্দু, মুস‌লিমসহ সকল ধ‌র্মের মানুষ ভাই ভাই হ‌য়ে বসবাস ক‌রেন। ভার‌তের প‌শ্চিমব‌ঙ্গের মুসলমানরা যে নির্যা‌তিত হ‌চ্ছে, তা বর্ননা দি‌য়ে প্রকাশ করা যা‌বে না। পৃ‌থিবীর অন‌্য যে কোন দে‌শের চে‌য়ে বাংলা‌দে‌শে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি অনন‌্য উচ্চতায় আছে। বর্তমা‌নে ইসকন না‌মের সংগঠন‌কে সাম‌নে রে‌খে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী সন্ত্রাসীরা দেশকে আবারও অস্থী‌তিশীল ও নৈরাজ‌্য সৃ‌ষ্টির প‌রিবেশ তৈ‌রি কর‌তে চাইছেন। কিন্তু ‌দে‌শের জনগণ‌কে সা‌থে বিএন‌পি সেই নৈরা‌জে‌্যর মোকা‌বেলা কর‌বে।

মঙ্গলবার (৩‌ ডি‌সেম্বর) বিকা‌লে রাজবাড়ী‌তে ভার‌তের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই ক‌মিশনা‌রে হামলার প্রতিবা‌দে আয়ো‌জিত জেলা বিএন‌পির বি‌ক্ষোভ মি‌ছিল শে‌ষে সমা‌বেশে তি‌নি এসব কথা ব‌লেন।

রাজবাড়ী জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাডঃ লিয়াকত আলী, উন্নত ও আধু‌নিক দে‌শে একটা নী‌তি থাকা উচিত। কিন্তু ভার‌তে সে‌টি নাই। তারা একটা দুতাবা‌সের নিরাপত্তা দি‌তে পা‌রে না। মুলত ভা‌রত বাংলা‌দেশ‌কে অস্থী‌তিশীল কর‌তে এই কাজ করে‌ছে।

এ সময় বক্তারা বাংলা‌দেশী হাই ক‌মিশনা‌রে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ।

এরআগে বিকালে ভার‌তের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই ক‌মিশনা‌রে হামলার প্রতিবা‌দে রাজবাড়ী জেলা বিএন‌পির দলীয় কার্যালয় থে‌কে শহ‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়।

এ সময় দি‌ল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং দালালী না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগা‌ন দেয় নেতাকর্মীরা।

মি‌ছিল‌টি শহ‌রের প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদ‌ক্ষিণ ক‌রে রেল‌গেট সংলগ্ন মু‌ক্তিযুদ্ধ স্মৃ‌তিস্ত‌ম্ভে এসে শেষ হয়।

প‌ড়ে সেখা‌নে সং‌ক্ষি‌প্ত সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

এতে জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাডঃ লিয়াকত আলী, সদস‌্য এ‌্যাডঃ কামরুল আলম, সা‌বেক জেলা বিএন‌পির সাধারন সম্পাদক হারুন অর র‌শিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল ক‌রিম শিকদার পিন্টু, সদস‌ সদস‌্য সালাম মিয়া, সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক আবুল হো‌সেন গা‌জী, পৌর বিএন‌পির সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন মিয়া, সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেল, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান লিখন, বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা বিএন‌পির সাধারন সম্পাদক গোলাম শওকত সিরাজ, জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শা‌হিন সহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

এরআগে উপ‌জেলা ও পৌর এলাকা থে‌কে খন্ড খন্ড মি‌ছিল নি‌য়ে দলীয় কার্যাল‌য়ে আসে জমা‌য়েত হয় নেতাকর্মীরা।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর