রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাসিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ট্রাস্কফোর্স কমিটির সভাপতি তারিফ উল হাসান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, চেম্বর অব কর্মাসের সহ-সভাপতি জাকির হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদত ছমির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণে তালিকা প্রদর্শন, সিন্ডিকেট ও ভোক্তার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রা.র.খ