মোটর সাইকেল কিনে না দেওয়ায় রাজবাড়ীর কালুখালীতে গোয়ালন্দ ঘাট গামী লোকাল (শাটল) ট্রেনের নিচে ঝাপ দিয়ে সাফিন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করছে।
রবিবার (২৬ জানুয়ারী) দুপুর সোয়া ২টার দিকে কালিকাপুর রেলব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাফিন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহত সাফিনের মামা আমিরুল ইসলাম বলেন, সাফিন এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। বেশ কিছুদিন ধরে সে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা-মা সহ পরিবারের নিকট আবদার করে আসছিল। মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষোভে সে কালিকাপুর রেল ব্রীজ এলাকায় এসে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে এসে তাকে সনাক্ত করি।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানার অফিসার পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রা.র.খ