1. admin@rajbarirkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাট্টায় বিএন‌পি কর্মী‌ রা‌শিদুল হত‌্যাকারী‌দের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ রাজবাড়ী ক‌ন্ঠের ইফতার ও প্রেসক্লা‌বের সভাপ‌তি/সম্পাদক‌কে সম্মাননা প্রদান আলাদীপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল গোয়াল‌ন্দে বিএন‌পির দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত জ‌রিমানা ক‌রে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দি‌লো প্রশাসন ধর্ষনকারীর জনসম্মু‌খে টে‌লিকা‌স্টের মাধ‌্যমে বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ও বিক্ষোভ আছিয়ার ধর্ষনকারীর বিচা‌রের দা‌বি‌তে রাস্তায় শিক্ষার্থী ম‌নিরু‌ল রাজবাড়ী‌তে এবার প্রায় দেড় লক্ষ শিশু পা‌বে ভিটা‌মিন এ ক‌্যাপসুল নি‌জের অধী‌নে এনআইডি রাখ‌তে কর্মবির‌তি ও মানববন্ধন ধর্ষনকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

রাজবাড়ী‌তে অনূর্ধ্ব-১৭ বালক-বা‌লিকা গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের পুরস্কার বিতরণী অনু‌ষ্ঠিত

‌নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

তারু‌ণ্যের উৎসব উদযাপন উপল‌ক্ষে রাজবাড়ীতে জাতীয় বালক-বা‌লিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হ‌য়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকালে রাজবাড়ী জেলা স্টে‌ডিয়া‌মে এই ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

খেলায় বা‌লিকা দ‌ল রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দ উপ‌জেলা একাদ‌শের মধ‌্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলা একাদশ‌কে ৩-০ গো‌লে পরা‌জিত ক‌রে চা‌ম্পিয়ান হয় রাজবাড়ী পৌরসভা একাদশ।

অপর খেলায় রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা একাদশের মধ‌্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাংশা উপ‌জেলা একাদশ ৩-০ গো‌লে পরা‌জিত করে চা‌ম্পিয়ান হয় রাজবাড়ী সদর উপ‌জেলা একাদশ।

ফাইনাল খেলা শে‌ষে বিজয়ী দ‌লের খে‌লোয়ার‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন অতিথিরা।

টুর্না‌মেন্টে বালক দ‌লের ৫টি গোল দি‌য়ে সর্বচ্চো গোলদাতা হয় রাজবাড়ী সদর উপজেলা একাদ‌শের খে‌লোয়ার চঞ্চল মোল্লা, সেরা খে‌লোয়ার হয় আরিফ খাঁ এবং ম‌্যান অব দ‌্যা ফাইনাল হয় কাজী আসলাম।

অপর‌দিকে বা‌লিকা দ‌লের ৬ টি গোল দি‌য়ে সর্বচ্চো গোলদাতা হয় রাজবাড়ী পে‌ৗরসভা একাদ‌শের খে‌লোয়ার সানজিদা আক্তার সা‌দিয়া, সেরা খে‌লোয়ার হয় প্রিয়া খাতুন এবং ম‌্যান অব দ‌্যা ফাইনাল হয় সানজিদা আক্তার সা‌দিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে অ‌তিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ তা‌রিফ উল হাসান সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

বিশেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বা‌হী অ‌ফিসার মা‌রিয়া হক, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) পায়রা চৌধুরী, পাংশা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া অ‌ফিসার আমানুল্লাহ আহ‌ম্মেদ, ছাত্র সমন্ময়ক মিরাজুল মা‌জিদ তূর্জ সহ অ‌নে‌কে।

উল্লেখ‌্য, গত ২০ জানুয়ারী এই টুর্না‌মে‌ন্টে রাজবাড়ীর ৫ উপজেলা ও এক‌টি পৌরসভা বালক-বা‌লিকা‌দের মোট ১২‌টি দল অংশ গ্রহন ক‌রে।

রা.র.খ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর