রাজবাড়ীর পাঁচ উপজেলায় ১ হাজার ৬৬টি কেন্দ্রে এবার মোট ১ লক্ষ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জানাগেছে, আগামী ১৫ মার্চ দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবছর জেলায় মোট ১ লক্ষ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে ১ হাজার ৬৬টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজার ১০০ জন শিশু পাবে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ১৩০ জন শিশু পাবে লাল রঙের ক্যাপসুল।
কর্মশালায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস.এম. মাসুদ এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু।
বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, আবুু মুসা বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস.এম. মাসুদ বলেন, নিদ্দিষ্ঠ দিনেই চেষ্টা করবেন সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। যদি কোন শিশু বাদ পরে, তাহলে পরবর্তীতে নিকটস্থ স্বাস্থকেন্দ্রে ওই শিশুকে নিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। ক্যাম্পেইনের দিনে নানা কারণে শিশুরা অসুস্থ হতে পারে। এ জন্য অভিভাকদের মাঝে কেউ বিভ্রান্তি বা ভুল ম্যাসেস দিয়ে গুজব ছড়াবেন না ।
রা.র.খ