রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে চলমান তীব্র শৈতপ্রবাহের কারণে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন (পাগল) ব্যাক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর ফুটওভার ব্রীজের নিচ থেকে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষ মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুুলিশ আরও জানায়, এই অজ্ঞাতনামা ব্যাক্তিটি আলাদীপুর বাজার এলাকায় প্রায় ২০/২৫ দিন ধরে বস্ত্রহীন অবস্থায় ঘুরাফেরা করতো। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে শৈত্যপ্রবাহের কারণে মারা গেছে।
রা.র.খ