রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের উপসচিব (রপ্তানি-২ শাখা)’র সুলতানা আক্তারকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এরআগে ২০২৪ সালের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী জেলার ডিসি হিসাবে পদায়ন করা হয়েছিল এবং মাত্র ২ মাস ১০ দিন পর তাকে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়নগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করা হলো।
এদিকে নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার এর রাজবাড়ীতে পদায়নের খবর জেলায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান অনেকে।
খোঁজ নিয়ে জানাগেছে, রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এর গ্রামের বাড়ী ফেনী জেলার পশুরাম এলাকায় এবং তিনি ২৭ তম বিসিএস ক্যাডার।
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার পেশাগত দ্বায়িত্ব পালনে রাজবাড়ী বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
রা.র.খ