রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদকর্মীদের সম্মানে বহুল প্রচলিত স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে রাজবাড়ী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী কন্ঠ পত্রিকার আয়োজনে শহরের রাবেয়া লাউঞ্জ এন্ড রেস্টুরেন্ট এ ইফতার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহসভাপতি এম মনিরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সহ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারন সম্পাদক ও রাজবাড়ী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইছাক, সাধারন সম্পাদক সমীত্র শীল চন্দনসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক।
রা.র.খ