রাজবাড়ীর বালিয়াকান্দিতে সামচুল আলম বিশ্বাস (৪৫) নামে এক মুদি দোকানীকে অস্ত্র ও গ্রেনেড দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দির নারুয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় তপ্ত রোদে দাড়িয়ে গ্রেফতারকৃত সামচুল আলম বিশ্বাসের নিঃশ্বর্ত মুক্তি দাবি করে সন্তানদের রাস্তায় রেখে বিক্ষোভ করে পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা।
এরআগে বাজারের সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নারুরা বাজারের ব্যবসায়ী সামচুল আলম বিশ্বাসকে তার রান্না ঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। সে একজন ভাল মানুষ। তদন্ত সাপেক্ষ তার মুক্তি দিতে হবে।
এ সময় মুদি দোকানী সামচুল আলমের বাবা সাদেক বিশ্বাস, মা সাহিদা বেগম, বন্ধু টিপু সুলতান, স্ত্রী জোসনা বেগমসহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শুক্রবার (৮ মার্চ) দিবাগত গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে সামচুল আলম বিশ্বাসের রান্না ঘর থেকে একটি ওয়ান শুটারগান ও ৪টি গ্রেনেড সহ গ্রেফতার করা হয়।
রা.র.খ